মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা এবং বাঙালি জাতির গৌরব ও আত্মমর্যাদার অনন্য স্মারক ‘স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন’ উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা সহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে প্রজেক্টরের মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উপভোগ এবং নেতা-কর্মী-সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার-এর সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা’র পরিচালনায় আজ ২৫ জুন বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা এবং বাঙালি জাতির গৌরব ও আত্মমর্যাদার অনন্য স্মারক স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে সকাল ৯.৩০ টায় নগরীর বিন্দুর মোড়স্থ শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনা চত্বর থেকে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে উপস্থিত সকল নেতা-কর্মী-সমর্থক সহযোগে আনন্দর্যালি অনুষ্ঠিত হয়।
পরে সকাল ১০.০০ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে প্রজেক্টরের মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ নেতা-কর্মী-সমর্থকবৃন্দ, জেলাধীন সকল সাংগঠনিক স্তরের আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের বর্তমান ও সাবেক সকল নেতা-কর্মী-সমর্থকবৃন্দ।
অতঃপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করলে রাজশাহী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত সকল নেতা-কর্মী-সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ সহ শুভ উদ্বোধন করার জন্য জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন সহ তাঁর দীর্ঘায়ু কামনা করা হয়।