বিডি নিউজ২৩/BD News23: নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে ধর্মীয় অবমাবনার অভিযোগে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।
অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে ধর্মীয় অনুভূতিতে অভিযোগে গত ১৮ জুন পুলিশ গ্রেফতারের সময় দেখা যায়, স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা দেওয়া।
একজন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের গলায় জুতার মালা দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। কিন্তু কিভাবে বা কে জুতার মালা স্বপন কুমার বিশ্বাসের গলায় পরিয়ে দিয়েছে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কিছু কিছু প্রতিবাদকারী বলছেন এই ভাবে একজন শিক্ষকের পুলিশের সামনে গলায় জুতার মালা পরিয়ে গ্রেপ্তার করা ঠিক হয়নি।
এ সংক্রান্ত একটি ভিডিও ইন্টারনেটে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা দেওয়া রয়েছে। দুই পাশে পুলিশ দাঁড়িয়ে রয়েছে মাঝখান দিয়ে আরো কিছু পুলিশের সদস্যরা তাকে ওই অবস্থাতেই নিয়ে আসছেন।