মিজানুর রহমান স্টাফ করেসপন্ডেন্টঃ রাজশাহী বাগমারা তাহেরপুর পৌরসভা চাঁনখালি নামক জায়গায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু আহত দুই এর ঘটনা ঘটছে।
জানা যায়, আজ বেলা ১২ ঘটিকায় তাহেরপুর পৌরসভা ৬ নং ওয়ার্ড বিশুপাড়া গ্রামের সালামের দ্বিতীয় পুত্র নিহত রনি (২০) তাহেরপুর আসার পথে অন্য দিকে তাহেরপুর থেকে আসার বাইকে সঙ্গে চাঁনখালী নামক স্থানে দুই বাইকের মুখামুখি সংর্ষঘের ঘটনা ঘটে।
গুরুত্ব আহত অবস্থায় তাহেরপুর সাব্বির ক্লিনিকে তিন কে ভুতি করা হলে রনি অবস্থা গুরুতর অজ্ঞান ও নাখ দিয়ে রক্ত ও মাথা ফেটে মগজ বের হওয়ার ফলে ডাক্তার রাজশাহীতে পাঠিনোর পরামর্শ দেন , রাজশাহী মেডিকেল হাসপাতালে আনুমানিক ২.৩০ দিকে রনি’র মৃত্যু হয়েছে বলে জানা যাই।
আহত দুইজন তাহেরপুর পৌরসভা জগ্ননাথপুর ৫ নং ওয়ার্ডে দুইজন বর্তমানে চিকিৎসা অবস্থায় আছে। রাত ৯.২০ মিনিটে নিজ বাসায় মৃত্যু রনির দাফন সম্পন্ন হয়।
রনি’র অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া সৃষ্টি হয়েছে।