বিডি নিউজ২৩/BD News23: চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপি নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ১৬,৫৯১ ভোট পেয়ে বে-সরকারীভাবে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী সেফাউল মুলক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বেনাউল ইসলাম (নৌকা প্রতীক) পেয়েছেন ৮,৪৮৪ ভোট। আজ বুধবার(১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ তথ্য জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাসিনুর রহমান।
তিনি বলেন, সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এখানে প্রথমবারের মতো ইভিএম-এ ভোটগ্রহণ হওয়ায় ভোটাররা তাঁদের ভোটারাধিকার কম সময়ে সহজেই প্রয়োগ করতে পেরেছেন। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ওয়ার্ডে ১০টি ভোট কেন্দ্রে ১০৭ ভোট কক্ষে ১৬,০২২ জন পুরুষ ও ১৫, ৪২৭ জন মহিলা ভোটার প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রতীকের প্রার্থী বেনাউল ইসলাম ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সেফাউল মূলক প্রতিদ্বন্দ্বীতা করছেন।