বিডি নিউজ২৩/BD News23: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫ কেন্দ্রের ৬৪০টি বুথে ভোট নেওয়া হয়েছে ইভিএমের মাধ্যমে। যার মধ্যে ইতিমধ্যেই বেসরকারিভাবে ৫৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। যেখানে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। বিএনপি থেকে বহিষ্কৃত, সদ্য বিদায়ী এ মেয়র ঘড়ি মার্কায় পেয়েছেন ২৬০৬০ ভোট।
তার নিকটতম আওয়ামী লীগের নৌকার আওয়ামী লীগের আরফানুল হক রিফাত (নৌকা) পেয়েছেন ২৫৩০০ভোট। অপর আলোচিত মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩,৩৩৬ ভোট।
কুমিল্লা সিটির পাশাপাশি পাঁচটি পৌরসভা, চারটি উপজেলা পরিষদ এবং দেড় শতাধিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। তবে কুমিল্লার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিত বেশি ছিল। নির্বাচন চলাকালে কোথাও বিশৃঙ্খল পরিস্থিতি লক্ষ্য করা যায়নি।
কুমিল্লার নগর সংস্থার ভোটারের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯১৮। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আছেন তৃতীয় লিঙ্গের দুজন ভোটারও।