মৌলভীবাজার জেলার কমলগঞ্জের মণিপুরি অধ্যূষিত মাধবপুরে অমিত সিনহা ও সঞ্জয় সিনহা মহানবী হযরত মুহাম্মদ (সঃ)কে কটূক্তিকারী নুপুর শর্মার পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেন। পরে স্ট্যাটাস দেখে বেশ কিছু লোক রবিবার রাত সাড়ে ১০টার দিকে অমিত সিনহা ও সঞ্জয় সিনহার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে।
খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে অমিত সিনহাকে গ্রেপ্তার করে। কিন্তু সঞ্জয় সিনহা বাড়ি থেকে পালিয়ে যায়। এসময় পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়েছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেসবুকে এ ধরণের স্ট্যাটাসে মাধবপুরে মুসলিম মুসল্লিরা দুটি মণিপুরি বাড়ি ঘেরাও করেছিল। জেলা পুলিশ সুপারের সাথে আলোচনা করে পরিস্থিতি শান্ত করি। তাৎক্ষনিকভাবে স্ট্যাটাস প্রদানকারী মণিপুরি যুবক অমিত সিনহাকে আটক করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।