বিডি নিউজ২৩/BD News23: লঞ্চ দূর্ঘটনার পর জানা যায় লঞ্চের ফিটনেস নেই।
বাস দূর্ঘটনার পর জানা যায় চালকের লাইসেন্স নেই।
ট্রাক দূর্ঘটনার পর জানা যায় ট্রাকটির রোড় পারমিট নেই।
হাসপাতালে অভিযানের পর জানা যায় হাসপাতালটি লাইসেন্স ছাড়াই চলতে।
প্রতিষ্ঠানে নিয়োগের পর দেখা গেলো মাস্টারের সার্টিফিকেট অবৈধ।
বিল্ডিং ধ্বসে মানুষ মরার পর জানা যায় বিল্ডিংটি যথাযথ আইন মেনে হয়নি।
কেনো এমনটা হচ্ছে?