মিলন রাজ: বাঘা – রাজশাহী-প্রতিনিধি। বিএনপি ও তাদের দোসর সন্ত্রাসী ছাত্রসংগঠন ছাত্রদল কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঘা উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (৪ জুন) সকাল ১১ টায় বাঘা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের
সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
সমাবেশে বক্তব্যে রাখেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, সাংগঠনিক সম্পাদক ওহায়েদ সাদিক কবির, মুঞ্জুরুল হক মনি, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা সহ অসংখ্য নেতা-
কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বাঘা উপজেলা আওয়ামী লীগের আওতাধীন ৭টি ইউনিয়ন ও আড়ানী পৌরসভা উপজেলার অনুরূপ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার আহবান করেছেন বাঘা উপজেলা আওয়ামী লীগ। সেই সাথে খালেদা জিয়ার কুলাঙ্গার সন্ত্রাসী ছাত্রসংগঠন ছাত্রদল এর বিরুদ্ধে নিজ নিজ এলাকায় অবস্থান করার আহব্বান করেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।