রাজশাহীর বাঘায় ১০৬ পিস ইয়াবাসহ আটক-১

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ১০৬ পিস ইয়াবাসহ মনসুর রহমান ধুনা(৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(৩১মে) বিকেলে পৌরসভার ২নং পাকুড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মনসুর রহমান ধুনা পাকুড়িয়া গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে।

 

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আঃ রউফের নেতৃত্বে, এস আই শফিক,এ এস আই আবু বাক্কার,এ এস আই আঃরহিমসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে পাকুড়িয়া বাজারের এক চা দোকানের পিছন থেকে তাকে আটক করে।

 

এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে পৃথকভাবে মোড়ানো ১০৬ পিস ইয়াবা ও ১১ গ্রাম হিরোইন পাউডার উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায় আটককৃত ইয়াবা কারবারির সাথে আরো কয়েকজন জড়িত রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।

 

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি)সাজ্জাদ হোসেন সাজু জানান,আটককৃত মাদক কারবারির নামে মামলা রুজু করা হয়েছে।বুধবার(১ জুন)সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *