মিজানুর রহমান বাগমারাঃ রাজশাহী বাগমারা থানা পুলিশের পৃথক অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত ২ আসামীসহ ৯ জন জুয়াড়ী রয়েছেন।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তাহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড খয়রা চকপাড়া মহল্লা’র একটি দোকানে অভিযান চালিয়ে আব্দুল মান্নানের ছেলে সাজ্জাদ হোসেন, একই মহল্লার মৃত আছির উদ্দীনের ছেলে আব্দুর রহমান, এচের আলীর ছেলে হাবিবুর রহমান, হাবিবর রহমানের ছেলে সাইফুল ইসলাম, মসলেম উদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাক, ইয়াচিন আলীর ছেলে ইয়াদুল ইসলাম, মৃত-মছির উদ্দীনের ছেলে আমান, মৃত আব্দুস সামাদের ছেলে মোবারক হোসেন এবং কাজিমুদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলমকে আটক করে।
আটককৃত ৯ জুয়াড়ী বাড়ি তাহেরপুর পৌরসভার চকপাড়া মহল্লায়। এ সময় তাদের নিকট থেকে নগদ ৬ হাজার ৪৪০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে।
সেই সাথে পরোয়ানাভুক্ত ২ আসামী হলো মহব্বতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রায়হান এবং হাসনীপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাজু আহম্মেদ উজ্জল।
বাগমারা থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।