মিজানুর রহমান বাগমারাঃ রাজশাহী বাগমারা উপজেলা গুলো এরমধ্যে তাহেরপুর বাজারে দেখা মিলেছে রসালো লিচু ও গ্রামের ভাষা’য় তালকুর বা তালচোখ, তালশাঁস বলে।
চলছে মধুমাস, এই মাসে আম, লিচু, তালশাঁস বা তাল চোখ, সহ রসালো মিষ্টি মুখরোচক ফল পাওয়া যাই এছাড়া বাজারে দেখা মিলে ক্রেতা বিক্রেতার উচ্চস্বরে ক্রয় বিক্রিয় করতে দেখা যাই।। জানা গিয়েছে,এই বছর বাগমারা’য় লিচু’র ফল বাম্পার হয়েছে বলে জানিয়েছেন লিচুচাষীরা।।
রসালো ফলের স্বাদ নিতে প্রতিনিয়ত ছুটে আসে বাজারে বিভিন্ন জায়গায় হতে বিভিন্ন শ্রেনী পেশা’র মানুষ। দামাদামি কষাকষি র মাধ্যমে সামর্থ অনুযায়ী ক্রয় করেন।।
লিচু ক্রয় করার সময় নাইমের সাথে বলে তিনি বলেন, বাজারে রসালো লিচু, তালকুর দেখা মিলেছে রসালো ফলের স্বাদ নিতে আমি ও ক্রয় করেছি লিচু ২ টা পিচ বিক্রয় হচ্ছে এছাড়া তিন চোখ তালকুর ১০ টাকায় কিনে খেয়েছি ইতিমধ্যে।। বমবাই লিচুর দেখা মিলেছে বাজারে রসালো খেতে সুস্বাদু নিজে খেয়েছি পরিবারের মাঝে রসালো ফলের স্বাদ গ্রহণে কিনেছি।।
এছাড়া কয়েকজন লিচু ব্যবসায়ীর সাথে কথা বলে তারা বলেন, প্রতি বছর মৌসুমে লিচুর ব্যবসা করি এইবার এটু দাম কম মনে হচ্ছে। আমরা ১০০ পিচ লিচু ২০০ টাকা ২৫০ টাকা ১০০ পিচ মুল্যে বিক্রিয় করছি, এছাড়া দামাদামি র মাধ্যমে ক্রয়ের সুযোগ রয়েছে। তবে বাগমারার এইবার লিচুর ফলন বেশ ভালো হয়েছে বাগান মালিকগন এতে খুশি লিচু’র বিক্রিয়ে ভালো মুনাফা পাবেন বলে আশাবাদী তারা।