নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ‘টেকসই ও স্বাস্থ্যকর উপায়ে বাংলাদেশের রেস্তোরা এবং পথখাদ্য ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্পের নিরাপদ খাদ্য প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী নগরীর কালেক্টরেট মাঠে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)র উপ-প্রকল্পে আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করেন এনজিও ইএসডিও।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার শামসুল ইসলাম।
এ সময় রাজশাহী নিরাপদ খাদ্য অফিসার লোকমান হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন, এনজিও ইএসডিও প্রজেক্ট ম্যানেজার মোঃ লিটন, জেলা ম্যানেজার মহিদুল ইসলাম, টেকনিক্যাল অফিসার নাজমুল হোসেন, একাউন্ট এন্ড প্রোকিউরমেন্ট অফিসার রাকিব হাসান, পরিবেশ কর্মকর্তা রিনা পারভীন ও মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার নাকিবুল কাউসার সহ অনেকে উপস্থিত ছিলেন।