সিনেমা নয় বাস্তবে এর হিরো এই পুলিশ কর্মকর্তা। জীবন বাজি রেখে রক্ষা করলেন এক বাস যাত্রী
বিডি নিউজ২৩/BD News23: চলন্ত বাসে লাফিয়ে উঠে ডাকাত ধরলেন পুলিশ, সাহসিকতায় বেঁচে যায় প্রায় ২০-২৫ জন যাত্রী।
ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুত গতিতে ছুটে চলছিল যাত্রীবাহী এক বাস। হঠাৎ সেই বাস থেকে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ডাকাত। একইসঙ্গে বাসের যাত্রীরাও ডাকাত ডাকাত করে চিৎকার করতে থাকেন। সড়কে দায়িত্বরত অবস্থায় সেটি দেখে ফেলেন পুলিশের এক কর্মকর্তা। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে পড়েন সেই বাসে। ধারালো ছুরি হাতে রাখা ডাকাতকে ধরে ফেলেন তিনি। সাহসী পুলিশ সদস্যের নাম হেলাল। পুলিশ সদস্যের এ সাহসিকতায় বেঁচে যায় প্রায় ২০-২৫ জন যাত্রী।
এ ঘটনায় ওই পুলিশ সদস্য সহ তিন যাত্রী আহত হয়েছেন। এরাই আসল হিরো। শ্রদ্ধা রইলো।