মোঃ আব্দুল মালেক, বিডি নিউজ২৩/BD News23: রাজশাহীতে মাটি বোঝাইকারী ট্রাক্টরের সাথে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মা ও কন্যাসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিশুটি বাবা গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার ১৫ মে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে পবা উপজেলার নওহাটার আমান কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই শিশু সহ দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর ওই শিশুর মায়েরও মৃত্যু হয়।
মৃতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামের ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল মান্নান (৫০), নওগাঁর নিয়ামতপুর উপজেলার আফতাবের স্ত্রী বিথি ৩৩ ও তার মেয়ে মরিয়ম জান্নাত ৪।
বিষয়টি নিশ্চিত করেছেন নওহাটা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আতাউর রহমান। তিনি জানান, রোববার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আমান কোল্ড স্টোরেজের সামনে মাটি বোঝাই ট্রাক্টরের সাথে দুই মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুইজন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্স জানায়, এই দুর্ঘটনায় আহত দুইজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে এক নারীকে মৃত ঘোষণা করা হয়। ওই শিশুর বাবা আফতাব হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।