মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহী:রাজশাহী জেলা পুলিশের নির্দেশনায় বৃহস্পতিবার বেলা ১১ টায় বাগমারা থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার)।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, অলক কুমার বিশ্বাস, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ। বাগমারা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে’তে মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, নাশকতা, হত্যা সহ সমাজের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন রাখেন উপজেলার নানান শ্রেণী পেশার লোকজন। কেউ যেন পুলিশের দ্বারা হয়রানির শিকার না হন সে ব্যাপারে বক্তব্য দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে লোকজনের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি সেগুলো সমাধানে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।