বিডি নিউজ২৩/BD News23: সারাদেশের ন্যায় রাজশাহীতেও তেল সংকট দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর তেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গতকাল এবং আজ (১০ই মে) মঙ্গলবার রাজশাহী বানেশ্বর বাজারে অভিযান চালিয়ে প্রায় ৯২ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়েছে।
এদিকে গতকাল তাহেরপুর বাজারে অভিযান চালিয়ে প্রায় ২৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত হতেল সম্পর্কে জেলা পুলিশ সুপার জানিয়েছেন জব্দ করা এই ভোজ্যতেল গুলো টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। এবং এর অর্থ যাবে সরকারি কোষাগারে। যারা অবৈধভাবে তেল গুদামজাত করে রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধেও নেয়া হবে প্রচলিত আইনে ব্যবস্থা। এ অভিযান অব্যাহত থাকবে এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
উল্লেখ্য যে, সারাদেশে তেলের বাজারে চলছে ব্যাপক রকম তেলেসমাতি কর্মকাণ্ড। কোথাও কোথাও কৃত্তিম ভাবে সৃষ্টি করা হয়েছে তেল সংকট। এতে করে সাধারণ মানুষেরা রীতিমতো পড়েছে বিপাকে।