বিডি নিউজ২৩/BD News23: আমরা প্রতিনিয়ত নানান রকম ঘটনার সাক্ষী হচ্ছে খুব সমসাময়িক সময়ে ঘটে গেল জার্মানিতে একটা অন্যরকম ঘটনা। যে ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছে। অবশেষে ওই নারীকে জার্মানির আদালত দিয়েছেন সাজা।
কনডম ফুটো করার দায়ে এক নারীকে সাজা দিয়েছে জার্মানি। তিনি তার ছেলেবন্ধুকে না জানিয়ে কাজটা করেছিলেন। উদ্দেশ্য ছিল অন্তঃসত্ত্বা হয়ে আবেগী সম্পর্ক গড়ে পুরুষটিকে তার সঙ্গে স্থায়ীভাবে থাকতে বাধ্য করা।
তিনি অবশ্য কনডম ফুটো করেও অন্তঃসত্ত্বা হতে পারেননি। বরং জার্মান আদালত এক ”ঐতিহাসিক” রায়ে তাকে সাজা দিয়েছেন। এর আগে জার্মানিতে কোনো নারী এরকম অপরাধে শাস্তি পাননি।
বিষয়টি যদিও আপাতদৃষ্টিতে খুবই সাধারণ হাস্যকর মনে হলেও একটু ভেবে দেখলেই বিষয়টি অনেক গুরুত্ব বহন করবে।
(বিশেষ দ্রষ্টব্য) কনডমের ছবিটি কেবলমাত্র প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে।