বাগমারাবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র আবুল কালাম আজাদ

মিজানুর রহমান বাগমারাঃ ঈদুল ফিতর উপলক্ষে তাহেরপুর পৌরসভা ও বাগমারাবাসী সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তাহেরপুর পৌরসভা’র মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

রবিবার (১ মে) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান পৌর মেয়র।

ঈদুল ফিতরের ওই শুভেচ্ছা’র বাণীতে মেয়র আবুল কালাম আজাদ বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

এক মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে।

‘সমাজ ও জাতীয় জীবনের সব ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার হোক এ কামনা করছি।

ঈদুল ফিতর উপলক্ষে বাগমারাবাসী সহ সব মুসলমানকে জানাই (ঈদ মোবারক)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *