মিজানুর রহমান বাগমারাঃ বাংলাদেশি সৌদিআরব প্রবাসী রাশেদুল ইসলাম বাংলাদেশী মুসলমানদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
এক মাস সিয়াম পালনের শেষে আজ সৌদিআরব সহ মধ্যদেশ গুলোতে মুসলিমদের পবিত্র ঈদুল ফিতর নামায অনুষ্ঠিত হয়েছে ।
এক বিবৃতিতে রাশেদুল ইসলাম বলেন, সৌদিআরব আজ ঈদ সকালে গোসল করে পবিত্র ঘরে এক মাস সিয়াম রেখে সালাত আদায় করলাম আলহামদুলিল্লাহ শুকরিয়া ভালো লেগেছে, আমার জন্মভূমি ছেড়ে বিদেশের মাটিতে প্রথম ঈদ দেশের টান মানুষের টান মায়ামমতা জড়িয়ে আছে আমার সোনার বাংলাদেশে। আগামীকাল অনুষ্ঠিত হবে আমার জন্মভূমি বাংলাদেশে সকল প্রবাসী বাংলাদেশি পক্ষ হতে বাংলাদেশের সকল মুসলিম ভাইবোন দের জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
সকলের দীর্ঘআয়ু কামনা করছি সচেতন কামনা করছি ঈদের আনন্দ যেনো চোখের জল না হয় সেই দিকে সচেতন থেকে গাড়ি চালাবো ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবো ইনশাআল্লাহ।