বিডি নিউজ২৩/BD News23: ধিক্কার জানাই! মা-গো, জানি তুমি অসহায়, তোমার পেটে খিদা আছে, তাই তুমি হাত পেতেছো, এখানে তোমার দোষ কোথায়?
মা-গো, তোমার যে এই-সমাজে একটা ইজ্জত আছে, সেটা এই সমাজের মানুষ বুঝে নাই। আমার সন্দেহ হয় এই মানুষগুলো তোমার যে এই সমাজে ইজ্জত আছে সেটা বুঝবে কিনা।
মা-গো, তুমি যতই লজ্জায় মুখখানি ঢাকো না কেনো, তোমার ফটো ওরা নিবেই। মা-গো, তোমার রেহাই নাই। মা-গো, তুমি হয়তো জানো না, তোমার ফটোতে ওরা যে, বাহবা পায়।
মা-গো তোমরি ছেলে হয়ে আমার কিছুই করার নাই আমি যে তোমারি মতোই অসহায়।
মা-গো, অনেকেই তোমাকে উপহার দেবার কথা বলে তোমার ছবি তোলে সেই ছবি ইন্টারনেটে দিয়ে নিজেকে জাহির করার চেষ্টা করবে।
লিখেছেন, মোঃ শাহাদাত হোসেন। টিনা ডেকোরেটর, ধোপাপাড়া বাজার, পুঠিয়া, রাজশাহী।