বাগমারার গোয়ালকান্দি ইউপিতে ৭১৫ পরিবার পেলো ভিজিএফ এর চাল নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলার আওতাভুক্ত বাগমারা উপজেলার ১৩নং গোয়ালকান্দি ইউপিতে ইদ উল ফিতর উপলক্ষে দরিদ্র অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে সরকারি বরাদ্দকৃত ভিজিএফ এর ১০কেজি করে চাল বিতরণ।
২৭শে এপ্রিল রোজ বুধবার সকাল ৯ঘটিকায় গোয়ালকান্দি ইউপি কার্যালয় হতে ৭১৫ অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর ১০কেজি করে চাল বিতরণ হয়।
ভিজিএফ এর চাল বিতরণের সময় গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার উপস্থিত ছিলেন তিনি বলেন, আমি ১৩নং গোয়ালকান্দি ইউনিয়নের হতদরিদ্র সহায় সম্বলহীন ৭১৫পরিবারের মাঝে ভিজিএফ এর ১০কেজি করে বিতরণ করার জন্য সর্বাত্নক চেষ্টা করেছি।
কোন প্রকার অনিয়ম ও হয়রানি ছাড়াই শান্তি ও শৃঙ্খলময় সুষ্ঠু পরিবেশে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার ও উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুল মজিদ,ইউপি সচিব আব্দুল বারিক,ইউপি হিসাব সহকারি ও কাম কম্পিউটার অপারেটর শাহীন আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউপি সদস্য আনিসুর রহমান শেখ,লুৎফর রহমান, ইসরাইল সরদার,আমানুল্লাহ খামারু, মাজেদুর রহমান,বকুল হোসেন ও মজনু সাকিদার, ওহিদুর রহমান,ফিরোজ চৌধুরী, মহিলা ইউপি সদস্য মনোয়ারা বিবি, মঞ্জুয়ারা বিবি ও কমেলা বেগম প্রমুখ।
গোয়ালকান্দি ইউপির ৭১৫ অসহায় ও দরিদ্র পরিবারবর্গরা বলেন আমরা ভিজিএফ এর ১০কেজি করে চাল পেয়ে অত্যন্ত খুশি এবং আমরা ভিজিএফ এর এই চাল পেয়ে আনন্দসহকারে ঈদ করতে উদযাপন করতে পারব।