• সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে নার্সিং শিক্ষার্থীদের এবার প্রতীকি ক্লাস ও বই পড়া কর্মসূচি আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে তাহেরপুর পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা গণপিটুনিতে মৃত্যু রাজশাহীতে অধ্যক্ষের সাথে নারী প্রভাষকের পরকীয়ার সময় ধরে থানায় দিল জনতা দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল প্রতিনিধিদের দৌরাত্বে অতিষ্ঠ রোগী ও স্বজনরা রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীকে নিবন্ধন পাওয়ায় মানিকগঞ্জে আনন্দ মিছিল রাজশাহীর দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের আহ্বায়ক কমিটি গঠন বাগমারার সাবেক এমপি-মেয়রের বিভিন্ন অপকর্মের বিচার চেয়ে মানববন্ধন পুঠিয়ায় হাসিনা, কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ১৮১ জনের নামে হত্যা মামলা দায়ের

বাংলাদেশে শখ এবং উপার্জনের উপায় ছাদ বাগান

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
Prothom alo news
বাংলাদেশে শখ এবং উপার্জনের উপায় ছাদ বাগান

বাংলাদেশে প্রধানত শহরগুলিতে বর্তমানে ব্যবহারযোগ্য জমির পরিমাণ কমে যাওয়ায় বৃক্ষরোপণের চাহিদা মেটাতে ও শখ হিসেবে ছাদে বাগান করা একটি বিকল্প উপায় হয়ে উঠছে। বাংলাদেশের ছাদ বাগানিরা বলছেন, ছাদ বাগানে তাজা ফল ও সবজি উৎপাদন শহুরে নাগরিকদের পরিবারের সদস্যদের পুষ্টির ব্যবস্থা বাড়াবে এবং এটি পরিবেশে ইতিবাচক অবদান রাখবে। সূত্র: A24 News Agency

বগুড়ার সোনাতলার ছাদ বাগান মালিক আসিফ ইকবাল বলেছেন, “আমি আমার বাগান শুরু করেছি ২০১৪-১৫ সালে ১-২ টি ক্যাকটাস দিয়ে। ক্যাকটাস ১- ২, ২-৪ এবং এভাবে বড় হতে হতে আমি ধীরে ধীরে ক্যাকটাসের প্রতি আরও টান অনুভব করি এবং একটি বড় বাগানের সম্ভাবনা উপলব্ধি করি। আগের চেয়ে বেশি বেশি সংগ্রহ করতে থাকি ক্যাকটাস, বনসাই, বিভিন্ন ধরনের ফুল ও সাজসজ্জার গাছ, যা সাধারণত বিভিন্ন অফিসের ডেস্কে রাখা হয়। এভাবে ধীরে ধীরে আমার গাছের সংগ্রহ বেড়ে উঠে।

এখন ২০২২ সালে আমার বাগানটি এই ধরণের মধ্যে সবচেয়ে বড়। আমি নিজেও এখন আমার এত বড় বাগান দেখে অবাক হই।” তারা আরো বলেন, এ ধরনের কৃষিকাজ আয়ের উৎস হতে পারে এবং বিভিন্ন ধরনের পাখি ও বিরল প্রজাতির পোকামাকড়ের উপস্থিতির মাধ্যমে প্রকৃতিতে জীববৈচিত্র্য সৃষ্টি করতে পারে।

কৃষি বিশেষজ্ঞরা বলেন, একটি ছাদ বাগানের সাফল্যের জন্য একটি মজবুত ছাদ এবং সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা প্রয়োজন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষামূলক ইকো-সেন্টার ও রুফ গার্ডেনের ইনচার্জ অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইসলাম জানান, “টেকসই ছাদ বাগান করার জন্য, কয়েকটি পয়েন্ট জানা দরকার। প্রাথমিকভাবে আমাদেরকে ছাদ মজবুত আছে কিনা তা পরীক্ষা করে নিশ্চিত করতে হবে, এতে বাগানের ভার নেওয়ার ক্ষমতা আছে কিনা এবং কোথাও পানি আছে কিনা তা জানা যাবে।

ছাদে অবশ্যই সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে এবং এর জন্য একজন সিভিল ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করা যেতে পারে। ছাদ পুরানো হলে, যথাযথ কংক্রিটিং করে, পানি নিষ্কাশন ব্যবস্থা পরিষ্কার করতে হবে তাহলে ভবনটি ক্ষতিগ্রস্ত হবে না। কারণ, ভবনটি যদি ছাদ বাগানের জন্য ক্ষতিগ্রস্থ হয়, তবে সে বাগান মানুষ আর চাইবে না।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম বলেন, “শখ করে, কেউ ছাদের বাগানে কুমড়ো চাষ করতে পারে, এটি একটি ভিন্ন বিষয়। কিন্তু কেউ যদি এটাকে অর্থনৈতিকভাবে টেকসই করতে চায় তাহলে অনেক বিষয় বিবেচনা করতে হবে। কৃষকরা তার জমিতে বিপুল বিনিয়োগ করে সবজি চাষের পর অনেক সময় লাভবান হতে পারেন না।

তাই ছাদে লাভজনক এবং বাণিজ্যিকভাবে টেকসই চাষ করার জন্য, মালিককে অবশ্যই প্রয়োজনীয় ব্যাপারগুলো নিয়ে সতর্ক হতে হবে যেমন শস্য নির্বাচন, ব্যবহৃত উপকরণের খরচ কমানো ইত্যাদি। আর অনুভূমিকভাবে চাষ করা উচিত উল্লম্বভাবে নয় কারণ ছাদে জায়গা খুবই সীমিত, আমরা যদি অনুভূমিক পদ্ধতি ব্যবহার করি তাহলে চাষের জন্য জায়গা খুব কম পাব।

তাই উল্লিখিত সব বিষয় বিবেচনা করেই আমাদের ছাদ বাগানের পরিকল্পনা করতে হবে।

ভিডিও দেখতে ক্লিক করুনঃ (https://youtu.be/PDsVcHZacKE)

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.