বিডি নিউজ২৩/BD News23: পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ার ধোপাপাড়ায় সোনালী এজেন্ট ব্যাংকিং আউটলেটের এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারে আমেনা টেড্রার্সের মাধ্যমে এই আউটলেটের উদ্বোধন করা হয়।
অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিঃ এর রাজশাহী জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার মীর হাসান মোহাঃ জাহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসের জেনারেল ম্যানেজার সৈয়দ মোঃ তৌহিদুল হক। সভাপতিত্ব করেন পুঠিয়া শাখার ম্যানেজার (এসপিও) জয়ন্ত কুমার সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি ও ব্যাবসায়ী গণ উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারে আমেনা টেড্রার্সের মালিক আয়েন উদ্দিনের মাধ্যমে অত্র অঞ্চলে সোনালী ব্যাংকের প্রথম এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম শুরু করা হয়।