বিডি নিউজ২৩/BD News23: দেখতে দেখতে কেটে গেলো ১০টি বছর ১৪৪ মাস, জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দিলাম প্রবাসে। প্রথম যখন বিদেশ আসার নাম নেই, কত হিসাব কশেছি, হাতের আঙ্গুল দিয়ে, আর বলতাম মা তোমাদের সকল কষ্ট আমি দূর করে দিবো!
বিমানের ছোট্ট জানালা দিয়ে মা কে আরেকবার দেখার চেষ্টা করতাম,আরেকটু উপরে উঠলে নিজেদের বাড়িটা ও খুঁজার চেষ্টা করতাম। প্রথম যখন বিমানবন্দরে এসে নামি, কাউকেই চিনি না ভাষা বুঝি না, অপেক্ষায় ছিলাম ৬ ঘন্টা। যে ছেলেটা বাড়িতে থাকতে সময়ের কাজ সময়ে করতোনা, সে দীর্ঘ ১৪ ঘন্টা না খেয়ে অপেক্ষা করছে তার কোম্পানি থেকে থেকে এসে তাকে নিয়ে যাবে বলে!
সেদিন আমাকে বুঝিয়ে ছিলো ক্ষুধার কষ্টটা কি, একটা সময় কেঁদেই দিয়েছিলাম ক্ষুধার জ্বালায়। পরে একজন ভাই তার ব্যাগ থেকে কয়েক পিস বিস্কেট দেয় তা খেয়ে কিছুটা ক্ষুধা নিভানোর চেষ্টা করলাম।
অবশেষে কোম্পানি থেকে লোক আসলো এসে একে একে সবার নাম ডাকলো, আমার নামও আসলো সবার শেষে। একটা ছোট্ট গাড়িতে ১৫ জন লোক বসলাম। যেখানে বসার আসন ছিলো ৮ জনের, একজন আরেক জনের উপর নিচ হয়ে বসলাম। ভাবলাম বিদেশে মানুষ মনে হয় এভাবেই বসে।
রাত তখন ১১.৩০ আমাদের কে একটা বাড়ি সামনে নামানো হয়,বলে সিঁড়ি বেয়ে ৭ তালায় উঠতে হবে, দুই হাতে লাগেজ, শরীর ক্লান্ত তবুও মনের জোরে উঠলাম। ভাবলাম বিদেশে মানুষ মনে হয় এভাবেই উপরে উঠে। আমাদের ১৫ জনকে একই রুমে রাখা হলো, যেখানে হয়তো কষ্ট করে হলেও ৭/৮ জন ঘুমানো যেত সেখানে ১৫ জন। তারপর ভাবলাম বিদেশে মানুষ মনে হয় এভাবেই ঘুমায়।
অবশেষে কোম্পানি আমাদের জন্য রাতে কিন্তু খাবার কিনলো, কিন্তু আমরা কেউ সেই খাবার খেতে পারিনি, উল্টো পেটে যা ও ছিলো তা ও বেরিয়ে এসেছে বুমি করে! ক্ষুধার জ্বালা নিয়ে জালানা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দুচোখ দিয়ে অঝরে কাঁদতে লাগলাম। আর বললাম মাগো তোমার দোয়ায় ভালো আছি মা।
এদিকে পরিবার আমার একটা ফোনের অপেক্ষায় ঘুমাতে পারে নি সারারাত, এদিকে তাদের কিভাবে বুঝাবো কান্নায় আমাকে ঘুমাতে দেয়নি সারা রাত। পরের দিন মেডিকেল করতে নিয়ে গেলো সবাইকে, সকালে ২ পিস শক্ত পরটা দেওয়া হলো সাথে মিস্টি বাজি।তা পেয়েও মনে হলো আকাশের চাঁদ পেয়েছি সবাই।মেডিকেল করার সময় একজন দেশি ভাইকে দেখতে পেলাম, তিনি ফোনে কথা বলছিলেন, আমি তার পাশে বসে রইলাম।তার ফোন শেষ করে আমার দিকে তাকিয়ে বললেন কিছু বলবেন?
আমি চাতক পাখির মত অশ্রুশিক্ত চোখে তাকে বলি ভাই আজ ২ দিন হলো মার লগে কথা বলি না, ১ মিনি কথা বলতে দিবেন, তিনি ফোনটা বাড়িয়ে দিলেন আর বললেন কথা বলেন, আমি মাকে ফোন দেই।
মা’র ফোনে ১টা রিং বাজার সাথে সাথে রিসিভ করে বললো খোকা তুই কেমন আসিস, খেয়েছিস আমি বললাম তুৃমি কেমন করে বুঝলা আমি কল করেছি, হ্যা খেয়েছি পেট ভরে। আমি ভালো আছি, এখানে আমার কোন অসুবিধা হয়না। তোমরা ভালো থেকো বাবার দিকে খেয়াল রেখেো আমি নতুন সিম নিয়ে তোমাদের কল করব। ৩৯সেকেন্ডের এটাই ছিলো আমার প্রথম কথা।
ধীরে ধীরে শুরু হলো জীবন যুদ্ধ সকালে আলো উঠার আগে বাহির হতাম, আর আর ফিরতাম শহর যখন ঘুমিয়ে যেত। এভাবে কেটে গেলো ৫ বছর। কিছুটা ঋণ মুক্ত হলাম ভাবলাম এবার দেশে গিয়ে ঈদ করবো, পরে দেখলাম নিজের কাছে তেমন কিছুই নেই যে দেশে গিয়ে কয়েক মাস চলতে পারবো।
ভাবলাম সমনের বছর যাবো, বছর এসেও দেখি কিছুই নেই! এদিকে মা প্রতিদিন বলে খোকা বাড়ি আসবি কবেরে। মাকে তার উওর দিতে কতবার যে কেঁদেছি তা শুধু আমি জানি।আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা অনেক স্বার্থপর হয়। অনেক গুছিয়ে মিথ্যা হাসি দিতে পারে। ভালো থাকুক প্রবাসে থাকা এমন হাজারো রেমিট্যান্স ফাইটার ভাইয়েরা। মাসুম হাসান জুয়েল, সিঙ্গাপুর প্রবাসী। কেমন লাগলো জানাবেন, বিডি নিউজ২৩/BD News23