বিডি নিউজ২৩/BD News23: বাগমারা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান মাস মুসলমানদের জন্য রহমত নিয়ামত নাযাতের মাস। পবিত্র রমজানকে সামনে রেখে টিভিএস বাংলাদেশ কোম্পানি ও তাহেরপুর মৃধা মটরস এর উদ্যোগে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়।
আজ ২১ তারিখ রোজ বৃহস্পতিবার তাহেরপুর হরিতলা অনুষ্ঠিত হয়েছে তাহেরপুর মৃধা মটরস উদ্যোগে তাহেরপুর ও বাগমারা মেকানিক্স নিয়ে ইফতার পাটির আয়োজন করেন মৃধা মটরস।
উপস্থিততে মধ্যে লটারীর মধ্যে দিয়ে ১০ জন কে পুরষ্কার প্রদাননসহ আগামী ক্যাম্পেইন জয়যুক্ত দের টু্্যারে সুযোগ বিষয়ে ও টিএসসি কোম্পানি র নতুন বাইক সম্পর্কে আলোচনা করা হয়।
উপস্থিত ছিলেন, তৃতীয় বারের সফল পৌর মেয়র আবুল কালাম আজাদ, আবু বাক্কার মৃধা মুনছুর সভাপতি তাহেরপুর পৌরসভা আওয়ামীলীগ ও মৃধা মটরস এর কর্ণধার, মাহাবুর রহমান বিপ্লব প্রভাষক তাহেরপুর ডিগ্রি কলেজ, সংগঠনিক সম্পাদক- রফিকুল ইসলাম রফিক, তাহেরপুর পৌর সচিব মতলেবুর রহমান, কাউন্সিলর রইস উদ্দিন, পৌর সদস্য জাহাঙ্গীর আলম, এছাড়াও উপস্থিত ছিলেন টিভিএস ও বাগমারা মেকানিক্স এর বিভিন্ন পর্যায়ের কর্মী বৃন্দ।