বিডি নিউজ২৩/BD News23: টাঙ্গাইলের সখীপুরে চিরকুট লিখে বর্ষা (১৪) নামের নবম শ্রেণীর এক ছাত্রী গলায় রশি দিয়ে আত্ম হত্যার ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার প্রতিমা বংকী গ্রামে নিজ ঘরের ধন্ন্যার সাথে গলায় রশি বেধে সে আত্মহত্যা করে। নিহত বর্ষা ওই গ্রামের মৃত বাদশা মিয়ার মেয়ে ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠায়।
সখীপুর থানার এস আই মোহাম্মদ আলী বলেন,লাশের পাশে আমরা একটি চিরকুট পেয়েছি,লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ব্যাপারে সখীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছ।