বিডি নিউজ২৩/BD News23: একেতো সংসার তার উপর অসুখের বোঝা মা অসুস্থ তাই আগে পত্রিকা বিক্রি করে সংসার এ কিছু টাকা যোগ করলেও সংসার চলত কিন্তু বর্তমানে মড়ার ওপর খাঁড়ার ঘা সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মা তিনি অসুস্থ তাই এই বয়সেই ধরতে হয়েছে একহাতে তিনটি কাজ শুধু যে পেপার বিক্রি করা তা নয়।
সুলতান পত্রিকা বেচে সকালে, বিকেলে ফল বিক্রি করে, মাঝের সময়টাতে চায়ের দোকানে বয়ের কাজ করে।
অসুস্থ বাবা-মায়ের ঔষধ থেকে শুরু করে সকাল-বিকালের খাবার নিশ্চিত করতে অমানুষিক শ্রম দিয়ে যায়।
এর মাঝেও সে স্কুলে যায়। নয়টা বাজলে ভালো কাপড় পরে বইখাতা নিয়ে হাজিরা দেয় বিদ্যানন্দের প্রথম শ্রেণীতে।
খুব মনোযোগী এই ছাত্রকে আমরা সুপারম্যান বলি, দোয়া করবেন যেন তাঁর স্বপ্ন যেন পূরণ হয়।
বাংলাদেশের বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল না থাকলে বোঝা যেত না হয়তো এই ধরনের সমস্যা নিয়ে হাজারো মানুষ রয়েছেন। এসব শিশুদেরকে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো কিছুটা সহায়তা করে তুলে আনছেন সমাজের চোখে।