বিডি নিউজ২৩/BD News23: রাজশাহী জেলা পুলিশের আয়োজনে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল
আজ ১১/০৪/২০২২ তারিখ রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রীল শেডে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী -১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ওমর ফারুক চৌধুরী মহোদয়, রাজশাহী -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: আয়েন উদ্দিন মহোদয়, রাজশাহী -৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডা: মো: মনসুর রহমান মহোদয়,
রাজশাহীর সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব জি এস এম জাফরউউল্লাহ, এনডিসি মহোদয় , রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম মহোদয়, আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয়, রাজশাহীর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মো: আছাদুজ্জামান মহোদয়, রাজশাহীর বিজ্ঞ মহানগর দায়রা জজ জনাব ওএইচএম ইলিয়াস হোসাইন মহোদয়, রাজশাহীর সম্মানিত জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল মহোদয়,
রাজশাহী জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী সরকার মহোদয়, রাজশাহী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব অনিল কুমার সরকার মহোদয়, রাজশাহী জেলা আওয়ামীলীগের সেক্রেটারি জনাব মো: আব্দুল ওয়াদুদ দারা মহোদয়, রাজশাহী মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আলী কামাল মহোদয়, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সেক্রেটারি জনাব ডাবলু সরকার মহোদয়সহ পুলিশের বিভিন্ন ইউনিটের সিনিয়র অফিসারবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার মেয়রবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও রাজশাহী জেলা পুলিশের অফিসার-ফোর্সবৃন্দ।
বিশেষ মোনাজাতের পূর্বে আমন্ত্রিত অতিথিদের স্বাগত ও ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়।
মো: ইফতেখায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার, রাজশাহী