বিডি নিউজ২/BD News23: রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্তিক গ্রামে মসজিদ কমিটির দুই গ্রুপের দ্বন্দ্বে নিহত হয়েছেন একজন। অপরদিকে আহত হয়েছেন আরো দুইজন।
জানা যায় গত শুক্রবার ইফতারের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর ১৭ জনকে চারঘাট থানা পুলিশ আটক করে নিয়ে যায়।
সংঘর্ষে নিহত ব্যক্তি উপজেলার জোতকার্তিক গ্রামের মোজাহার আলীর ছেলে খোকন আলী (৩৫)। এবং আহত হয়েছেন একই গ্রামের মোজাহার আলী ও সিরাজুল ইসলাম নামের অপর একজন ব্যক্তি।
জোত কার্তিক আদর্শ গ্রাম জামে মসজিদের সভাপতি মুকুল গ্রুপ এর সাথে গত শুক্রবার মুক্তার গ্রুপের কথা কাটাকাটির একপর্যায়ে এ দ্বন্দ্বের সৃষ্টি হয়।
এসব বিষয়ে চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম তিনি বলেন কামরুজ্জামান মুকুলকে যারা সভাপতি হিসেবে মানেন না তারা অন্য জায়গায় নামাজ পড়েন। এসব বিষয় নিয়ে উভয় গ্রুপের মধ্যে দ্বন্দ্ব বাধে এতে একজন নিহত হয়েছেন। ১৭ জনকে আটক করা হয়েছে এদের ভিতরে যারা দোষী সাব্যস্ত হবেন তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে এমনটাই জানিয়েছেন চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম।বিডি নিউজ২৩