বিডি নিউজ২৩|BD News23: সারা দেশব্যাপী আগামী ২০/০৫/২০২২ ইং থেকে পরবর্তী ৩ সপ্তাহ চলবে ভোটার তালিকা হালনাগাদের কাজ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। অনেকেই অধীর আগ্রহে ছিলেন ভোটার তালিকায় নাম উঠানোর জন্য তাদের স্বপ্ন খুব শীঘ্রই পুরণ হতে চলেছে।
নতুন ভোটার হইতে যা যা লাগবে সেগুলো হচ্ছে নিম্নরূপ:-
১/জম্ম সাল ০১-০১- ২০০৭ তারিখের পূর্বে হতে হবে। ২/অনলাইন জম্ম নিবন্ধনের ফটোকপি। ৩/ পিতা/মাতার আইডি (NID) ফটোকপি। ৪/স্বামী/স্ত্রীর আইডি ফটোকপি। ৫/শিক্ষা সনদের ফটোকপি। ৬/রক্তের গ্রুপ পরিক্ষার সার্টিফিকেট। ৭/হোল্ডিং ট্যাক্স রিসিটের ফটোকপি।
অনুসরনী বিষয়ঃ যাদের জম্ম সনদ অনলাইনে নেই, তারা দ্রুত জম্ম সনদ অনলাইন করে নেন। অর্থাৎ যাদের আগেকার হাতে লেখা জন্ম সনদ রয়েছে তাদের জন্ম সনদ অবশ্যই ডিজিটাল করে নিতে হবে। যাদের জন্ম সনদ অনলাইন আছে কিন্তু সার্টিফিকেটের সাথে মিল নেই, ভুল আছে তারা অতি দ্রুত সংশোধন করে রাখবেন। সামনে যেহেতু আর বেশি সময় নেই সেহেতু আগে থেকেই সকল কাগজপত্র রেডি করে রাখা উত্তম হবে।
বিশেষ: দ্রষ্টব্য: সকল তথ্য উপাত্ত ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। কাগজপত্র আরো অন্যান্য তথ্য কমবেশি হতে পারে। সেজন্য আরও বেশী যাচাই করে নেবেন।