বিডি নিউজ২৩/ BD News23: এসআই পরিচয়ে বিয়ে, দুই মাস পরে জানা গেল তিনি একজন পান বিক্রেতা। জামাইকে পুলিশে সোপর্দ করেছেন শ্বশুর মশাই। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের রাজেন্দ্র কলেজের এক শিক্ষার্থীর সাথে। জানা যায় মোবাইলে মাধ্যমে সম্পর্কের জের ধরে উৎপল নামের এক ব্যক্তির সাথে ওই কলেজের এক ছাত্রীর সাথে কথাবার্তা শুরু হয় পরে তা প্রেমে পরিণত হয়। এরপর বিষয়টি বিয়ে পর্যন্ত গড়ায়।
প্রতারণার শিকার ওই কলেজছাত্রী ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে। ভুক্তভোগী ওই ছাত্রীর সঙ্গে উৎপল মন্ডলের মোবাইল ফোনে পরিচয় হয়। বেশ কিছু দিন কথা চলে তাদের। তারপর তারা জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে। দুই মাস আগে ফরিদপুর আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন তারা।
প্রতারণার শিকার ওই কলেজছাত্রীর পরিবার জানায়, উৎপল নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিতেন। প্রথম দিকে মেয়ের বাড়ির লোকজন ওই বিয়ে না মানলেও জামাই পুলিশের এসআই শুনে মেনে নেন। প্রায় দুই মাস ধরে শ্বশুরবাড়ি যাতায়াত করেন উৎপল। এর মাঝে এসআই থেকে প্রমোশন হবে এমন কথা বলে দুই লাখ টাকাও হাতিয়ে নিয়েছেন শ্বশুরের কাছ থেকে।
এমন প্রতারণা খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এমন প্রতারকের বিচারের জোর দাবি জানিয়েছেন।