

মোহাম্মদ ইমাম হোসাইন, চিফ এডিটরঃ (বিডিনিউজ২৩) দেখতে পুরো সুন্দরীদের তালিকায় পড়বে নিঃসন্দেহে। কিন্তু সুন্দর হয়ে কি হবে! যদি পেটে ভাত না থাকে। যেই বোনটিকে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে উনার বয়স যখন ৬ বছর ঠিক তখন তার বাবা-মা দুজনই মারা যান। এরপর আরও ছয় বৎসর তার প্রভুর কাছে বড় হন। যখন বয়স ১২ বছর ঠিক তখন বিয়ে হয় একজনের সাথে। বর্তমান বয়স ২৪ বছর। এই বয়সে রয়েছে তার দুটি ছেলে। তার একটি ছেলে অসুস্থ লিভার ক্যান্সারে ভুগছেন। বিডিনিউজ২৩


দিতে হবে চিকিৎসা। ছেলে অসুস্থ তাকে ভালো করার জন্য এই বোন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছেন। কারণ তার ছেলে যে পৃথিবীর সব। ভাগ্যের নিষ্ঠুর নিয়তির কাছে বড়ই পরীক্ষার মুখোমুখি এই বোন। ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসা হচ্ছে তার। টাকার অনেক প্রয়োজন। নিজের সম্পদ বলতে কিছুই নেই। তাই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে ভাত পাচ্ছেন মানুষের কাছে। উদ্দেশ্য নিজের বুকের মানিক অসুস্থ তাকে যেকোন ভাবে সুস্থ করে তুলতে হবে। বিডিনিউজ২৩


আশুলিয়া নরসিংপুর একটি বাসায় ভাড়া থাকে। স্বামী করোনাভাইরাস আসার আগে দালালের হাত মারফতে চলে যায় ব্রুনাই দেশের কাজের সন্ধানে। সেখানে স্বামী যাওয়ার পরে পড়ে যান লকডাউনে। স্বামীর চলার পথ লকডাউন বন্ধ করে দিয়েছে এদিকে বাংলাদেশ স্ত্রী সন্তানরা অসুস্থ সবমিলে দিশেহারা। তাই উপায় না দেখে নিজের পেটের খাবার আর সন্তানের চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পেতে বেড়াচ্ছেন এই বোন। বিডিনিউজ২৩
এই দৃশ্যটি অনলাইনে নানান রকম ভিডিও তৈরি করে আপলোড দেন “স্বপ্ন ছোঁয়া” নামের একটি ফেসবুক পেজ। হঠাৎ করেই দৃশ্যটি চোখে পড়ে “স্বপ্ন ছোঁয়া” পেইজের এডমিনের। মনের ভিতর অনেক প্রশ্ন স্বপ্নছোঁয়া পেজের এডমিনের এত সুন্দর মেয়ে কেন ভিক্ষা করে বেড়াচ্ছেন একটু যাচাই করতে গিয়ে বেরিয়ে আসে ভেতরের ঘটনা। বিডিনিউজ২৩
ভিডিওটি ফেসবুকে প্রায় অল্প কয়েকদিনের মধ্যে কয়েক মিলিয়ন ভিউ হয়েছে পাশাপাশি আপলোড করা হয়েছে ইউটিউবে। মূলত স্বপ্নছোঁয়া একটি কনটেন্ট ক্রিয়েটর ফেসবুক পেজ। তারা তুলে ধরেছেন এই বোনটির দুঃখ কষ্টের জীবনের কাহিনী। এভাবেই মানুষের কাছে বলা হচ্ছে মেয়েটিকে যেন সাহায্য করা হয়। দেশ-বিদেশের হৃদয়বান ব্যক্তি দের আকর্ষণ করা হয় যেন তারা এই বোনটির পাশে দাঁড়ায়। বিডিনিউজ২৩
এই বোনটির সাথে যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার দিয়েছেন এই বোন নিজেই। সেই নাম্বারটি আমরা আপনাদের কাছে পৌঁছে দেব যারা এই বোনটিকে সাহায্য করতে চান তারা অবশ্যই এই লেখার কমেন্টসে জানাবেন আমরা নাম্বার দিয়ে দেব। বিডিনিউজ২৩
এই বোনটি ১১ বছরের তার ছেলে মারুফের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাই যাদের সামর্থ্য আছে তারা এই বোনটির পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করা। পাশাপাশি টাকা পয়সা দিয়ে যাদের সাহায্য করার সামর্থ্য নেই তারা অবশ্যই এই খবরটি শেয়ার করে বোনটির উপকারে আসবে। বিডিনিউজ২৩
এই বোনের আরো একটি ছোট ছেলে রয়েছে যাকে এতিম খানা মাদ্রাসায় বড় হতে হচ্ছে। নিয়তির খেলা বোঝা বড়ই দায়। এই বোন আগে একটা সময় গার্মেন্টসে চাকরি করতেন। কিন্তু অল্প কয়েকদিন পর পর তার বড় ছেলে মারুফ কে নিয়ে মেডিকেলে দৌড়াতে হয়। যার কারণে চাকরি করলে তার বড় ছেলে মানুষকে নিয়ে মেডিকেলে যাওয়া সম্ভব হয় না সেজন্য চাকরিটা ছেড়ে দিয়ে বর্তমানে চরম বিপাকের মধ্যে জীবন কাটছে এই বোনের। বিডিনিউজ২৩
এদিকে এই অসহায় শিশুর চিকিৎসার জন্য বাংলাদেশের ডাক্তাররা বলছেন প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার প্রয়োজন হতে পারে। তার ব্যয় ভার বহন করা কোনভাবেই এই পরিবারের সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের কাছে এই মনের আকুল আবেদন তার ১১ বছরের মারুফ কে বাঁচানোর জন্য সাহায্যর হাত বাড়ায় সবাই। বিডিনিউজ২৩
উল্লেখ্য যে, এই বোনের ব্যক্তিগত মোবাইল নাম্বার আমাদের কাছে আছে। যারা প্রকৃত অর্থে সাহায্য পাঠাতে চান তারা আমাদের কাছ থেকে নাম্বার নিয়ে ভালো করে যাচাই করে তারপর সাহায্য করবেন। নাম্বারটি নেয়ার জন্য আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে মেসেজ দিতে পারেন। আমরা চাই বোনটির ছোট বাচ্চাটা খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক। লেখাটি যত বেশি শেয়ার করবেন এই বোনের সাহায্য পাওয়ার সম্ভাবনা তত বেশি। তাই একবার শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। বিডিনিউজ২৩
সকল তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন মোহাম্মদ ইমাম হোসাইন, চিফ এডিটরঃ (বিডিনিউজ২৩)