পৌরসভা নির্বাচনে শশুর জামাইয়ের নির্বাচনী লড়াই। দুজনের মধ্যে সম্পর্কের কোনো অবনতির নেই তবে ভোটের মাঠে কেউ কাউকে ছাড় দিচ্ছেন না।
মোহাম্মদ ইমাম হোসেন, (বিডিনিউজ২৩ঃ) আগামী ১৪ ই ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা প্রতিদ্বন্দ্বিতা করছেন শশুর জামাই। এতে করে মানুষের মধ্যে জন্ম নিয়েছে কৌতূহলের। বিডিনিউজ২৩ঃ
শশুর বাবুল সরদার এবং জামাই হুমায়ুন কবির। একই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে। তবে শশুর বাবুল সরদার তিনি বর্তমান কাউন্সিলর নতুনভাবে কাউন্সিলর হবার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাই হুমায়ুন কবির। বিডিনিউজ২৩ঃ
স্থানীয় জনতার অনেকেই বলছেন বাবুল সরদার এবং হুমায়ুন কবির এদের দুজনের মধ্যে হবে মূল লড়াই। শশুর বাবুল সরদার মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন দিনরাত পাশাপাশি জামাই হুমায়ুন কবির তিনিও কাউন্সিলর হিসেবে বিজয়ী হবার জন্য দিনরাত চোষে বেড়াচ্ছেন নির্বাচনী ওয়ার্ডে। বিডিনিউজ২৩ঃ
বর্তমান কাউন্সিলর শশুর বাবুল সরদার তিনি বলছেন, আমাদের শশুর জামাই দুজনের মধ্যে সম্পর্কের কোনো তিক্ততার সৃষ্টি হয়নি। বরঞ্চ ভোটের মাঠে দুজনেই ভালো একটা লড়াই জমে উঠেছে। তবে নির্বাচনের মাঠে ভোটাররা বেছে নেবেন তাদের প্রিয় কাউন্সিলর কে। জামাই ভোট করছে তাই বলে গণসংযোগে একটুও ছাড় দিচ্ছেন না শ্বশুর বর্তমান কাউন্সিলর বাবুল সরকার তিনি এবার ভোট করছেন পাঞ্জাবি মার্কায়। বিডিনিউজ২৩ঃ
এছাড়াও জামাই হুমায়ুন কবির কাউন্সিলর পদপ্রার্থী তিনি বলছেন, শশুর নির্বাচন করছে তাতে আমার কোন সমস্যা নেই আমি এবং শশুর আমাদের দুজনের মাঝে সম্পর্কের কোন টানাপোড়েন নেই। তবে আশাকরি ভোটের মাঠে আমাদের মূল লড়াইটা হবে। আর জনগণ যাকে চাইবে তাকেই ভোট দিয়ে বিজয়ী হিসেবে বেছে নেবেন। এদিকে হুমায়ুন কোভিদ লড়ছেন পানির বোতল মার্কায় এবং তিনি বলছেন তার বাবা তাকে ওসিয়ত, করে গিয়েছিলেন তাকে নির্বাচন করার জন্য। মূলত সেজন্য হুমায়ুন কবির নির্বাচন করছেন। এমনটাই দাবি করছেন জামাই হুমায়ুন কবির। বিডিনিউজ২৩ঃ

