মোহাম্মদ ইমাম হোসাইন, (বিডিনিউজ২৩ঃ) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নানান কারণে আলোচিত ক্রিকেটার নাসির হোসেন তিনি বিয়ে করেছেন গত ১৪ ই ফেব্রুয়ারি। বিয়ের পর থেকে নাসির হোসেন এবং তামিমা তাদের দুজনের মধ্যকার নানান ঘটনা বের হয়ে আসতে থাকে। বিডিনিউজ২৩ঃ
তামিমার স্বামী রাকিব হোসেন গত ১৮ ই ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করে। তারপর বিশে ফেব্রুয়ারি পুরো ইন্টারনেট জগতে ওই জিডির কপি ঘুরে বেড়ায়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস। জিডির সূত্র ধরে জানা যায় যে ২০১১ সালে তামিমা তাম্মি বিয়ে করেন রাকিব নামের একটি ছেলেকে। রাকিব এবং তামিমা সংসারে রয়েছে ৮ বছরের একটি বাচ্চা। এরই মাঝে তামিমা তাম্মি আরো একজন ছেলের সাথে সম্পর্কে জড়ায় সেখানে সংসার করেন ছয় মাস। ৬ মাস সংসার করার পর, আবারো ফিরে আসে রাকিব এর কাছে সে সময় হাত পা ধরে মাফ চেয়ে পার পেয়ে যায় তামিম।এদিকে গত ১৪ ই ফেব্রুয়ারি নাসির হসেন এবং তামিমার বিয়ে হবার পর তাদের ছবি ফেসবুকে ভাইরাল হলে সেখান থেকে তাদের বিয়ের বিষয়টি জানতে পারে আগের স্বামী রাকিব। বিডিনিউজ২৩ঃ
এছাড়াও ওই জিডির সূত্র ধরে আরো জানা যায় যে, ৬ মাস ধরে যে ছেলেটির সাথে তামিমা ছিলেন সেই ছেলেটির নাম হচ্ছে অলক। এদিকে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ ইন্টারনেট দুনিয়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়ে যায় নাসির হোসেন এবং তামিমার আগের স্বামী রাকিবের। নাসির হোসেন এবং তামিমার আগের স্বামী রাকিবের কথোপকথনের মধ্যে উঠে আসে অলক নামের ওই ছেলেটির কথা। বিডিনিউজ২৩ঃ
এছাড়াও বছর আগে অন্য এক জায়গায় বিয়ে হয় আলোচিত সমালোচিত এই মেয়ে তামিমার। সেই ঘরের একটি ৮ বছরের বাচ্চার রয়েছে বলে স্বামী রাকিব জানান। তোমার ঐ স্বামী রাকিব তিনি বলেন, কিভাবে একজন স্বামী কে বহাল রেখে কোন প্রকার ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করে সেটা আমার মাথায় কাজ করছে না আমি বুঝতে পারছি না। আমার কাছে ডিভোর্স সংক্রান্ত কোন ডকুমেন্টস কাগজপত্র এখনো আসেনি আমি হাতে পায়নি। বিডিনিউজ২৩ঃ
এছাড়াও তামিমার ওই স্বামী রাকিব আইনী পদক্ষেপ হিসেবে একটি সাধারণ ডায়েরি করেছেন। ২০২০ সালের মার্চেও তারা পুরো পরিবার নিয়ে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে থেকেছেন। নাসির হোসেন, তামিমা এবং রাকিব, অলক এই কয়েকজন কে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল টপিক হয়ে দাঁড়িয়েছে। এখন জানা যাচ্ছে যে, ক্রিকেটার নাসির হোসেন তামিমার তিন নম্বর স্বামী। বিডিনিউজ২৩ঃ

