মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী (বিডি নিউজ২৩ঃ) দুর্গাপুরে অবৈধ ভাবে ফসলি জমিতে পুকুর খনন ও জলবদ্ধতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকালে অবৈধ পুকুর খননের অপরাধে উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে পুকুর মালিক আকবর আলীকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিডি নিউজ২৩ঃ
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) শুভ দেবনাথ এই রায় প্রদান করেন। আকবরের বাড়ি উপজেলার গোপালপুর গ্রামে। তিনি ওই গ্রামের সাদেক আলীর ছেলে। ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী আকবরকে ৭ দিনের এই কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে এমন অভিযান পরিচালনায় করায় উপজেলা প্রশাসনকে স্বাগত জানিয়েছেন দুর্গাপুর উপজেলার কৃষকসহ সচেতনমহল। দূর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শুভ দেবনাথ বলেন, অবৈধ ভাবে পুকুর খননের কাজে ১জনকে ৭দিনের কারাদন্ড দেওয়া হয়।আমাদের অভিযান অব্যাহত থাকবে। বিডি নিউজ২৩ঃ
এসময় তিনি আরো বলেন সকলের সহযোগিতায় দূর্গাপুর তিন ফসলী জমিতে পুকুর খনন বন্ধ করা হবে। বিডি নিউজ২৩ঃ

