রাজনীতির স্কুল: এখান থেকে যা যা আপনি শিখতে পারছেন
১/ এখানে ভর্তি হলে আপনার নীতি কে প্রথমে বিক্রি করে দিতে হবে।
২/এই স্কুলে প্রতিদিনই নিজে নিজেই প্র্যাকটিস করতে হবে কিভাবে মানুষকে ধোঁকা দিতে হয় আর মিথ্যে কথা বলতে হয়।
৩/এই স্কুলে শেখানো হবে, জনগণের সেবা না করে আত্মকেন্দ্রিক সেবা কিভাবে করতে হয়।
৪/ রাজনীতির এই স্কুলে শেখানো হবে, কিভাবে প্রতিবেশী সহ এলাকার ছোট বড় এবং মুরুব্বীদের সাথে ক্ষমতার দাপট দেখিয়ে কথা বলতে হয়।
৫/ এখানে আরো যেসব শেখানো হচ্ছে, মসজিদ-মন্দির সহ ধর্মীয় বা ও অধর্মীয় প্রতিষ্ঠানের, সরকারি অনুদান এবং উক্ত প্রতিষ্ঠানের টাকাপয়সা সম্পদ কিভাবে দুর্নীতি করে খেতে হয় সেটাও শিখিয়ে দেয়া হবে।
৬/ রাজনৈতিক স্কুলে শিক্ষা দেওয়া হবে আরো যেগুলো, কোনো রকম কোনো যোগ্যতাই ছাড়া টিপসই দিয়ে সভাপতির পদ সহ পরিচালনা কমিটি তে কিভাবে দেখতে হয় সেটা। এজন্য একটু যোগ্যতা প্রয়োজন আর তা হচ্ছে টিপসই জানা প্রযোজ্য।
৭/ ইস্কুলে আরও একটি বড় শিক্ষা পাওয়া যায় আর তা হলো কীভাবে নেতা-নেত্রীর আস্থাভাজন হতে তাদেরকে তৈল মর্দন করতে হয়।
৮/ এই স্কুলে শিক্ষা গ্রহণ করলে, নিজে প্রতিনিয়ত অন্যায় করতে পারবেন এবং আপনার সঙ্গী সাথীদেরকে অন্যায় করাতে শেখাতে খুব পারদর্শী হবেন।
৯/ এই স্কুলে শেখানো হচ্ছে নেতার নাম ভাঙ্গিয়ে স্বার্থ হাসিল করতে হয় কিভাবে।
১০/ রাজনৈতিক স্কুলের শিক্ষা নেবার পর থেকে আপনার প্রতি জীবনে কিছু থাক বা না থাক, শিক্ষা গ্রহণের পর থেকেই আপনি সম্পদের মালিক হতে থাকবেন।
উল্লেখ্য যে, লেখার মধ্যে কাউকে ছোট করা, বা বড় করা কোনো উদ্দেশ্য নয়। বর্তমানে কিছু মানুষের বাস্তব চরিত্রের উপর লেখা নয়। সম্পূর্ণ সিনেমার চরিত্রের উপর লেখা হয়েছে।(লিখেছেন: মোহাম্মদ ইমাম হোসাইন)
