করোণা ভাইরাসের কারণে দেশে যখন মানুষ নাজেহাল, পুরো পৃথিবীতে যখন আতঙ্কিত ঠিক সেই সময়ে, মুচি হিন্দু সম্প্রদায়ের একজন ব্যক্তি মিলন রবিদাস ভূমিহীন ব্যক্তি তিনি, এগিয়ে আসলেন করোনা ভাইরাসে আক্রান্তদের সহায়তায়। এবং বাংলাদেশের গরিব দিনমজুর মানুষের পাশে এগিয়ে আসলেন।
যুগে যুগে এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন গরিবেরা ইতিহাস সে কথাই বলে। যদিও বাংলাদেশে অনেক বিত্তশালী রয়েছেন হাত গুটিয়ে। ঠিক সেইসময় হাত গুটিয়ে বসে নেই একজন মুচি মিলন রবিদাস। রীতিমত লজ্জায় ফেলে দিলেন বাংলাদেশের বড় বড় বিত্তশালী, শিল্পপতি বিভিন্ন ফোন অপারেটর কোম্পানির সহ বিত্তশালীদের। মিলন রবিদাসের নিজের থাকার ঘর বাড়ি নেই অন্যের জায়গায় থাকেন তিনি।
রংপুরের মিঠাপুকুর উপজেলার এই হতদরিদ্র মিলন রবিদাস ২০,০০০ টাকা জমিয়ে ছিলেন একটু জায়গা কিনে নিজের মাথা গোঁজার ঠাঁই বানাবেন বলে। কিন্তু করোনাভাইরাস এ পুরো বিশ্ব যখন বিপর্যস্ত সেই থাবা থেকে রক্ষা পায়নি বাংলাদেশ। ঠিক সেই মুহুর্তে নিজের মহানুভবতা কে ধরে রাখতে পারেনি হিন্দু সম্প্রদায়ের এই মুচি মিলন রবিদাস।
এর আগে একজন ভিক্ষুক কিছুদিন আগে তার নিজের জমানো ১০,০০০ টাকা বিত্তশালীদের চোখে আংগুল দিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। জমানো টাকা দান করার কারণে মিলনের জন্য অপেক্ষা করছে সামনের দিনগুলোতে আরও ভয়ঙ্কর সময়। কারণ পৃথিবীর কেউ জানেনা করোনাভাইরাস কোথায় গিয়ে থামবে। এতসব চিন্তাভাবনা বাদ দিয়ে মিলনের স্ত্রী , ও একমাত্র মেয়ে ও তার ছোট ছেলে, তাদের কারোরই নেই, এক বিন্দু পরিমাণ আক্ষেপ। তাদের বিশ্বাস সৃষ্টিকর্তায় তাদের দিন পার করাবেন। মিলন রবিদাস বলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কর্মে ভাইরাসের এই মহামারী দুর্যোগের সময় তার সর্বোচ্চ দান করতে পেরে খুব ভালো লাগতেছে। এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।
কথায় আছে না মুচির ছেলে শুচি
হয় যদি তার প্রমান জিবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর ভগবান তোর ভালো করুক
নমস্কার দাদা , মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি তিনি যেন সবাইকে সুস্থতা দানকরেন এবং আপনার সফলতাকামনা করছি ।
Thnx ভাই